জলপাইগুড়ি,১৮ এপ্রিল: জলপাইগুড়ি বাসীর মঙ্গল কামনায় যজ্ঞ হনুমান জন্ম জয়ন্তী কে সামনে রেখে।
বেশ কয়েক দিন থেকে জলপাইগুড়ি তে শুরু হয়েছে হনুমান জন্ম জয়ন্তী ।আর সেই জন্ম জয়ন্তী কে সামনে রেখে শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠান।দরজি পাড়া হনুমান জন্ম জয়ন্তী উপলক্ষেএই দিন একটি যজ্ঞের আয়োজন হয় দরজি পাড়া হনুমান মন্দিরে।এলাকার বাসিন্দাদের উপস্থিতিতে জলপাইগুড়ি বাসীর মঙ্গল কামনায় যজ্ঞের আয়োজন করা হয়।