জলপাইগুড়ি, ৭ এপ্রিল: সমগ্র বিশ্বের সঙ্গে জলপাইগুড়িতেও পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস।
৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এ দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিবছর একটি নির্দিষ্ট প্রতিপাদ্য(থিম) বিষয় নিয়ে আন্তর্জাতিক ও স্থানীয়ভাবে দিবসটি পালন করা হয়। ১৯৫০ সালের ৭ এপ্রিল থেকে বিশ্বজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়ে আসছে।
এবারের এই বিশেষ দিনটির থিম ‘আমাদের পৃথিবী ,আমাদের স্বাস্থ্য’। এই উপলক্ষ্যে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও যথাযথ ভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস।
এই প্রসঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অসীম হালদার জানিয়েছেন, জলপাইগুড়ি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আজকের দিনটিকে নানান কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হচ্ছে, যার মধ্যে জেলার সব ব্লকের স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে সেমিনারের পাশাপাশি অন্যান্য অনুষ্ঠানের ও আয়োজন করা হয়েছে।
এদিন জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সচেতনতা শিবির বসে। শিবির থেকে স্বাস্থ্য রক্ষার কাজে গুরুত্ব দিতে আবেদন জানানো হয়েছে।