দেশে অশান্তি! প্রধানমন্ত্রী কেন নীরব? দেশের বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে যৌথ বিবৃতি দিলেন বিরোধী নেতারা
ওয়েব ডেস্ক, ১৭ এপ্রিল :- দেশের বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে যৌথ বিবৃতি দিলেন বিরোধী নেতারা। অশান্তির কালো মেঘ সরিয়ে দেশজুড়ে যাতে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে, সেই বিষয়ে বার্তা দিলেন সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার, এম কে স্ট্যালিন, হেমন্ত সোরেন, তেজস্বী যাদব -সহ দেশের অন্যান্য বিরোধী নেতা নেত্রীরা । উল্লেখ্য, গত কয়েকদিনে দেশের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা সামনে এসেছে। এই প্রেক্ষিতে বিরোধী নেতারা যেভাবে একজোট হয়ে যৌথ বিবৃতি দিলেন, তা উল্লেখযোগ্য বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
বিরোধীদের পক্ষ থেকে যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ”খাবার, পোশাক, ধর্মীয় বিশ্বাস, উৎসব, ভাষা নিয়ে একটা বিশেষ শ্রেণি সমাজে যেভাবে মেরুকরণ করছে, তাতে আমরা খুবই চিন্তিত। যেভাবে দেশে বিদ্বেষও হিংসা ছড়ানো হচ্ছে, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সাম্প্রতিক সময়ে দেশে যেভাবে অশান্তির ঘটনা ঘটেছে, তাতে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি…সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির যেভাবে অপব্যবহার করা হচ্ছে, তাতে আমরা বেদনাহত..”।