যুদ্ধের মাঝেই ভগ ম্যাগাজিনের হয়ে ফটোশুট করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি
রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় লণ্ডভণ্ড ইউক্রেন। দেশ ছেড়ছেন বহু মানুষ।
ওয়েব ডেস্ক, ৩০ জুলাই:- ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ অব্যাহত। বিভিন্ন দেশ মধ্যস্থতাকারীর চেষ্টা করলেও তাতে ফল কিছুই হয়নি। রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় লণ্ডভণ্ড ইউক্রেন। দেশ ছেড়ছেন বহু মানুষ। এই ভয়ানক পরিস্থিতির মাঝে একেবারে অন্য রূপে দেখা গেল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবার ভগ ম্যাগাজিনের কভারে দেখা গেল ভলোদিমির জেলেনস্কির ছবি। শুধু ইউক্রেনের প্রেসিডেন্টই নয়। তাঁর সঙ্গে ভগের কভারে দেখা যায় জেলেনস্কি পত্নীকেও।
এই ছবি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়তেই কার্যত অবাক হয়ে যান নেটিজেনরা। এই ভয়ংকর যুদ্ধের আবহে এক সংকটজনক ইউক্রেনের পরিস্থিতিতে দাঁড়িয়ে ফটোশুট করতে দেখা যায় সে দেশের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কাকে। ভগের অক্টোবরের সংখ্যায় দেখা যাবে ভলোদিমির জেলেনস্কি এবং ওলেনা জেলেনস্কির এই ছবি।