কোচবিহার,৭মে: সোশ্যাল মিডিয়ায় পোস্ট কে কেন্দ্র করে ফের বিতর্কে উদয়ন গুহ। ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদকের কান ধরে হিসাব বুঝিয়ে দেওয়ার হুমকি দিলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। কয়েকদিন আগে ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর উদয়ন গুহের বিরুদ্ধে ২০১৫ সালের ফরওয়ার্ড ব্লকের সদস্যপদ নবীকরণের ১৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ তোলেন।
সেই ঘটনার পরিপ্রেক্ষিতে উদয়ন গুহ তার ফেসবুক একাউন্টে লিখেছেন, এক বছরে ১৫ লক্ষ টাকা ফরওয়ার্ড ব্লকের সদস্য পদ নবীকরনের চার্জ কত ছিল? রাস্তায় দেখা হলে কান ধরে হিসেব বুঝিয়ে দেবো। অক্ষয় ঠাকুরকে। উদয়ন গুহের এই ফেসবুক পোস্ট করাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।