শিলিগুড়ি, ১৪ এপ্রিল : মর্মান্তিক পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির অদূরে গাজলডোবা এলাকায়।আশঙ্কাজনক দুই যুবক, তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, একটি চারচাকার গাড়ি গজলডোবার দিক থেকে শিলিগুড়ি যাচ্ছিল অন্যদিকে একটি ফুলপাঞ্জাব লরি গাজলডোবার দিকে আসছিল, সেই সময় আচমকাই গাজলডোবার গেটবাজার এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মারাত্মক জখম হন চারচাকার দুই যুবক। স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে নিকটবর্তী মগরাডাঙি হাসপাতালে পাঠিয়ে দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।