কোচবিহার, ২৬ এপ্রিল : ৩০টি নতুন ট্রাইসাইকেল পেল তুফানগঞ্জ পুরসভা।
এ বিষয়ে তুফানগঞ্জ পুরসভার চেয়ারম্যান কৃষ্ণা ইসোর জানান, আগে ট্রাই সাইকেল কম ছিল। সময়মতো যথার্থ ব্যবহার করা যেত না। এখন পশ্চিমবঙ্গ সরকার নগর উন্নয়ন দপ্তরের তরফে এই ট্রাইসাইকেল গুলো তুলে দেওয়া হয়েছে তুফানগঞ্জ পৌরসভাকে তুলে দেওয়া হয়েছে।এতে একদিকে যেমন বিয়ে বাড়ির নোংরা বর্জ্য পদার্থ,তার পাশাপাশি শহরের আবর্জনাও দ্রুত টানা সম্ভব হবে। সময়মতো প্রয়োজনে এগুলো যথার্থ ব্যবহার করা হবে।