ওয়েব নিউজ, ২৫এপ্রিল: কোচবিহারে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্র নাথ বর্মন। জেলার বিভিন্ন কর্মসূচী নিয়ে জেলা সভাপতি তার সঙ্গে পরামর্শ করে না বলে অভিযোগ। আর এই কারনেই পার্থ প্রতিম রায় এর নেওয়া কর্মসূচি কার্যত বয়কট করার ঘোষণা করলেন গিরীন্দ্র নাথ বর্মন। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ থেকে গিরীন্দ্র নাথ বর্মন কে সরিয়ে পার্থ প্রতিম রায় কে সভাপতি করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে একসঙ্গে চলার এবং যোগ্য সম্মান দেওয়ার ঘোষণা করেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গিরীন্দ্রনাথ বর্মনের অভিযোগ কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার সঙ্গে পরামর্শ করছে না পার্থ প্রতিম রায়।