কোচবিহার,৭ মে -: হেলিকপ্টারে চরে কোচবিহারের তিনবিঘায় পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধানসভা নির্বাচনের এক বছর পর ২ দিনের রাজ্য সফরে অমিত শাহ। গতকাল শিলিগুড়িতে সভা করে এদিন সকালে হেলিকাপ্টারে করে ভারত-বাংলাদেশ সীমান্তের তিনবিঘায় আসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনবিঘা করিডরে বিএসএফ ও পুলিশের কঠোর নিরাপত্তা বজায় রাখা হয়।
সূত্রে খবর, এদিন বিএসএফ কর্মকর্তাদের সাথে উচ্চ পর্যায় বৈঠক করবেন আন্তজার্তিক বিষয়ে কিছু আলোচনা হতে পারে। বাংলাদেশের দহগ্রাম-অঙ্গারপোতার সঙ্গে পাটগ্রাম সহ বাংলাদেশের মূল ভূখণ্ডে যোগাযোগকারী তিনবিঘা করিডরে সকাল থেকে সাধারণ মানুষদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। মেখলিগঞ্জ শহর থেকে তিনবিঘা রাস্তা কার্যত পুলিশি চাদরে ঘিরে ফেলা হয়। বন্ধ করে দেওয়া হয় যান চালাচল।
তিনবিঘা করিডরের কিছুটা দূরে হেলিপ্যাডএ স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারে নামন। সকাল প্রায় ১১টা নাগাদ তিনি সেখানে নামেন।