শিলিগুড়ি: দিনে দুপুরে এক মহিলার ঘরে ঢুকে শ্লীলতাহানী করার চেষ্টার অভিযোগ উঠল এলাকারই এক ব্যাক্তির বিরুদ্ধে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি,৪মে:জলপাইগুড়ি থানার অন্তর্গত সাউথ কলোনী এলকায়। এই ঘটনায় এলকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যাক্তিকে আটক করে থানায় নিয়ে যায়৷ ধৃত ব্যাক্তির নাম বিমল বর্মন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ধৃত ব্যাক্তি এর আগেও এলাকায় ও বিভিন্ন জায়গায় দুষ্কর্ম করে বেড়িয়েছে। এদিন ভোরে এলাকায় এক বিবাহিতা মহিলার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে বেড়া ভেঙে ঘরে ঢুকে মহিলার শ্লীলতাহানী করার চেষ্টা করে। মহিলা তখন ঘুমিয়ে ছিলেন। পায়ের শব্দে ঘুম ভেঙে যাওয়ায় মহিলা চিৎকার করে। তার চিৎকারে ওই ব্যাক্তি ছুটে পালিয়ে যায়। পরে বিষয়টি জাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় ক্ষুব্ধ হয়ে ওঠে। ধৃতের চরম শাস্তির দাবী জানায় স্থানীয়রা৷