কোচবিহার, ৪ এপ্রিল: দীর্ঘদিন থেকেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে তুফানগঞ্জ পৌর এলাকার পৌরসভা নির্মিত এবং পরিচালিত 6টি শৌচালয়। সাধারণ মানুষও শৌচালয় এর অভাবে যত্রতত্র প্রকৃতির ডাকে সাড়া দিতে বাধ্য হচ্ছেন।
সোমবার তুফানগঞ্জ পৌরসভার নতুন পৌরবোর্ড “ক্লিন তুফানগঞ্জ”প্রকল্পের আওতায় 6টি শৌচালয় কে সংস্কার করার উদ্যোগ গ্রহণ করল। তুফানগঞ্জ পুরসভার নবনিযুক্ত পৌরপ্রধান কৃষ্ণা ঈশর এবং উপ পৌরপ্রধান তনু সেন সহ পৌরসভার একাধিক আধিকারিক।