জলপাইগুড়ি,৮ এপ্রিল : রাস্তা থেকে চিতাবাঘের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শুক্রবার সকালে জলপাইগুড়ি জেলার বানারাহাট থানার অন্তর্গত তোতাপাড়া থেকে জ্বালাপাড়া যাওয়ার রাস্তায় ওই চিতাবাঘটির দেহ উদ্ধার হয়।
খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটির দেহ উদ্ধার করেন। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সাব অ্যাডাল্ট পুরুষ চিতাবাঘটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।প্রাথমিকভাবে বন দপ্তরের অনুমান, গাড়ির ধাক্কায় চিতাবাঘটির মৃত্যু হয়ে থাকতে পারে। ওই রাস্তার আশপাশে তোতাপাড়া, মোগলকাটা চা বাগান রয়েছে। কোনও বাগান থেকেই চিতাবাঘটি বেরিয়েছিল। ইতিমধ্যে দেহ ময়নাতদন্তের জন্য লাটাগুড়ির প্রকৃতি পর্যবেক্ষণকেন্দ্রে পাঠানো হয়েছে। বন্যপ্রাণ শাখার বিন্নাগুড়ির রেঞ্জার শুভাশিস রায় বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পেলেই চিতাবাঘটির মৃত্যুর আসল কারণ জানা যাবে।’