মহিলা কনস্টেবল নিয়োগে উদ্যোগী রাজ্য সরকার, প্রায় সাড়ে চার হাজার নিয়োগ , রয়েছে অগ্রাধিকারের সুযোগ
ওয়েব ডেস্ক, ৯ এপ্রিল : বিগত কয়েক দিনের ঘটনায় রীতিমতো চিন্তার ভাঁজ সরকার পক্ষের কপালে। বগটুই কাণ্ড থেকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ও বিরোধী পক্ষের নিরন্তর কটাক্ষে মমতা বাহিনী যেন কোণঠাসা।
জনগণের মধ্যে আস্থা ফেরাতে তাই দলনেত্রী নামলেন ময়দানে, ৬ এপ্রিল নবান্নে এক বৈঠকে ঘোষণা করলেন মহিলা কনস্টেবল নিয়োগের।
বুধবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকে তিনি জানান, রাজ্য , কলকাতা ও বিভিন্ন পুলিশ কমিশনারেটে প্রায় সাড়ে চার হাজার মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে। সাংবাদিক সূত্রে খবর , এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী এই নিয়োগের অনুমোদন দিয়েছেন। যে সব মহিলা ক্যারাটে, খেলাধুলা বা শরীরচর্চা করেন তাদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকলেও সেই মহিলা পাবেন সুযোগ।
রাজনৈতিক মহলের একাংশের দাবি, বিগত কিছুদিন ধরে রাজ্যে ঘটে যাওয়া ঘটনায় মানুষ আস্থা হারাচ্ছে এই সরকারের ওপর, আর সেই আস্থা ফেরানোতেই ব্রতী হয়েছেন বাংলার মেয়ে। তবে কারণ যাই হোক না কেন, এই নিয়োগের কথায় যারপরনাই আনন্দিত হয়েছে রাজ্যের চাকরি পরীক্ষার্থীরা।