আলিপুরদুয়ার, ১৩ এপ্রিল: দীর্ঘ প্রায় সাড়ে সাত বছর পর বুধবার রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্নার উপস্থিতিতে খুলে গেল ডুয়ার্সের কালচিনি ব্লকের মধু চা বাগান । আজ থেকে ফের বেজে উঠল চা বাগানের সাইরেন। এদিন মধু চা বাগানের ফ্যাক্টরি গেটে ফিতে কেটে মধু চা বাগান আনুষ্ঠানিকভাবে ভাবে খুলে দেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না।
২০১৪ সালে সেপ্টেম্বর মাসে বন্ধ হয়ে যায় মধু চা বাগান । তার পরবর্তীতে বহু আন্দোলন , বৈঠক হয়েছে কিন্ত দীর্ঘ প্রায় সাড়ে সাত বছর বন্ধ ছিল বাগানটি। কাজের সন্ধানে বহু চা শ্রমিক ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল ইতিমধ্যে বাগান খুলে যাওয়ায় অনেকে বাগানে ফিরতে শুরু করেছে।
এদিন শ্রমমন্ত্রী বেচারাম মান্না জানান দীর্ঘ বহু বছর পর আজ থেকে খুলে মধু চা বাগান । এদিন শ্রমমন্ত্রী জানান উত্তরবঙ্গের অন্যান্য চা বাগান যেগুলো বন্ধ আছে সেগুলো আমরা খোলার চেষ্টা চালাচ্ছি।