ওয়েব নিউজ, ২০এপ্রিল:- অগস্ত্য নন্দার নুতন ছবি নিয়ে যথারীতি উচ্ছ্বসিত তার দাদু অমিতাভ বচ্চন। নতুন জীবন বলতে কেরিয়ারে প্রথম বাঁক, ক্যামেরার সামনে দাড়াচ্ছেন নন্দা। জোয়া আখতার পরিচালিত ‘আর্চি’ ছবিতে নামভূমিকায় অমিতাভ পৌত্র। সঙ্গে শাহরুখের মেয়ে সুহানা ও শ্রীদেবীর ছোট মেয়ে খুব খুশি। অবশ্য অনন্যা পাণ্ডেও আছেন এই ছবিতে। যদিও জোয়া এখনও শিল্পী তালিকা প্রকাশ করেননি।
দাদু অমিতাভ তার নাতিকে শুভাশীষ পাঠিয়েছেন যাতে আগামীতে বচ্চন পরিবারের পারিবারিক ধারা অব্যাহত রাখতে পারেন অগস্ত্য তৎসহ তার পরিবারের সকল সদস্য যে এবিষয়ে খুব উৎসাহিত ও উচ্ছ্বসিত সে কথাও জানিয়েছেন। পারিবারিক পতাকা যাতে অগস্ত্যর হাতে অমলিন থাকে সেকথাও তার পোষ্টে জানিয়েছেন তিনি।