উত্তর দিনাজপুর, ২৬ এপ্রিল : মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে।
মঙ্গলবার সকালে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালী এলাকায় স্থানীয় ব্যবসায়ী তথা অঞ্চল সভাপতি দেখতে পান এক মানসিক ভারসাম্যহীন যুবতী উলঙ্গ অবস্থায় পড়ে রয়েছে। তারা ওই যুবতীকে কিছু কাপড় দেয় এবং তার ওই মহিলার সাথে কথা বলে বুঝতে দুইজন যুবক তাকে ধর্ষণ করেছে এবং স্থানীয় কাচাকালি পুলিশ আউটপোস্ট খবর দেন। অবশেষে ওই মানসিক ভারসাম্যহীন যুবতীকে পুলিশের হাতে তুলে দেন এবং স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছেন এই যুবতীকে ধর্ষণ করা হয়েছে তদন্ত করে যারা জড়িত তাদেরকে তদন্ত করে শাস্তি দিতে হবে।