আলিপুরদুয়ার,১২মে: পৃথক কামতাপুর রাজ্য ও কামতাপুরি ভাষার ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে পথে নামলো কামতাপুর পিপলস পার্টির আলিপুরদুয়ার জেলা শাখা।বৃহস্পতিবার দুপুরে ফালাকাটা-আলিপুরদুয়ার ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধে সামিল হন কেপিপির কয়েশো অনুগামী।শালকুমার মোড়ের ওই অবরোধের জেরে প্রায় এক ঘন্টা থমকে যায় জাতীয় সড়কের যান চলাচল।পৃথক রাজ্য ও কামতাপুরি ভাষার সাংবিধানিক স্বীকৃতির পাশাপাশি ওই পথ অবরোধ কর্মসুচিতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক দাম বৃদ্ধিসহ জ্বালানি তেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমান ভাবে সরব হন আন্দোলনকারীরা।অবিলম্বে তাঁদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন কামতাপুর পিপলস পার্টির জেলা নেতৃত্ব।শেষ পর্যন্ত সোনাপুর পুলিশ ফাঁড়ির আধিকারিকদের মধ্যস্থতায় অবরোধ তুলে নেন কেপিপি সমর্থকরা।