উত্তর দিনাজপুর, ২৮ এপ্রিল : আগামী ৮ই মে ইসলামপুর কে জেলা করার দাবিতে এক কনভেনশনের আয়োজন করা হয়েছে ইসলামপুর বাস টার্মিনালে। এই কনভেনশনে বিভিন্ন দাবি রয়েছে যার মধ্যে অন্যতম দাবী ইসলামপুরকে পূর্ণাঙ্গ জেলা করতে হবে, জানালেন ইসলামপুর ফিটো ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অরগানাইজেশন এর সাধারণ সম্পাদক ডঃ সুভাষ চক্রবর্তী।
১৯৫৬ সালে প্রয়াতঃ বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের আমলে ইসলামপুর কে জেলা করার প্রতিশ্রুতি ছিল, কিন্তু তা এখনো বাস্তবায়ন হয়নি। তাই আগামী ৮ই মে ইসলামপুর বাস টার্মিনালে এক কনভেনশনের আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন সোনাপুর বা ইসলামপুর থেকে জেলা সদরে গিয়ে কাজ করে একদিনে ফিরে আসা যথেষ্টই কষ্টকর। ইসলামপুরে জেলা হলে সবাই উপকৃত হবে, এই দাবি ইসলামপুরের মহকুমার প্রত্যেকের দাবি।