আলিপুরদুয়ার , ৪ এপ্রিল : প্রতিনিয়ত মদ্যপ পুত্রের অত্যাচার সহ্য করতে না পেরে ,তাকে খুন করল জন্মদাতা পিতা।
ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার এক নং ব্লকের তপসিখাতা গ্ৰামপঞ্চায়েতের ছয়মাইল এলাকায়। মদ্যপ ছেলে প্রতিনিয়ত অত্যাচার করতো বাবা মায়ের ওপর । যার দরুন অতিষ্ঠ ছিল পরিবারের সদস্যরা।
রবিবার রাতে মদ্যপ ছেলের অত্যাচারের মাত্রা চরমে ওঠে। তা সহ্য করতে না পেরে রাত দুটো নাগাদ মদ্যপ ছেলেকে বেঁধে রাখে বাবা ।বাঁধা অবস্থাতেও অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে ছেলে। তখন ঐ যুবকের বাবা সহ্য না পেরে বেধড়ক ভাবে মারে ছেলে কে । সেই মারের চোটেই বাবার হাতে মৃত্যু হয় ছেলের।
মৃত ছেলের নাম মিঠুন দাস, বয়স ২৫। অভিযুক্ত বাবা পরেশ দাস কে পুলিশ গ্রেফতার করেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।