শিলিগুড়ি , ৭ মে : আত্মীয়ের বিয়েতে এসে পিকনিক করতে গিয়ে তিস্তায় তলিয়ে যাওয়া যুবতীর দেহ উদ্ধার করলো সিভিল ডিফেন্স কর্মী সহ স্থানীয়রা।
স্থানীয় সূত্রে খবর ,শিলিগুড়ি থেকে দোমহনি পুরাতন বাজারের প্রণব পল্লীতে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে দুদিন আগে ময়নাগুড়ি আত্মীয়ের বাড়িতে এসেছিল ওই যুবতি, বিয়ের অনুষ্ঠান শেষে শুক্রবার ময়নাগুড়ি ব্লকের দোমহনি তিস্তা ব্রিজ গাডবান এলাকায় পরিবারের সঙ্গে পিকনিক করতে আসে , গতকাল সন্ধ্যে নাগাদ তিস্তা নদীর ধারে যায় ওই যুবতী এবং পা পিছলে নদীতে পরে গিয়ে তলিয়ে যায় বছর ২২-এর বিদিশা দাস।
শিলিগুড়ি পুরনিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের ভক্তি নগর শহীদ কলোনির বাসিন্ধা ওই যুবতী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ময়নাগুড়ির বি ডি ও সহ পুলিশ। স্থানীয় জেলে এবং সিভিল ডিফেন্স কর্মীদের সাহায্য নিয়ে নিখোঁজ যুবতীর খোঁজ শুরু করা হলেও অন্ধকার নেমে আসায় বন্ধ করতে হয় উদ্ধার কাজ। শনিবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় দশ কিলোমিটার দূরে বার্নিশ এলাকার সীসাবাড়ি চড় থেকে জলপাইগুড়ি সিভিল ডিফেন্স কর্মীরা তার মৃতদেহটি উদ্ধার করে।
এই প্রসঙ্গে মৃতার প্রতিবেশী মেমা দাস জানিয়েছেন গতকাল তিস্তা নদীতে হাত ধুতে গিয়ে পা পিছলে জলে ডুবে গিয়েছিল এই যুবতী।