“চরিত্রহীন সাংসদ দিল্লির ঘরে বিধবা মহিলাকে লোক দেখানো সিঁদুর পরিয়ে ফুর্তি মারছে”নাম না করে সৌমিত্র খা কে আক্রমণ স্ত্রী সুজাতা খার
ওয়েব নিউজ,৩০ এপ্রিল:- বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে বিঁধলেন তাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। মঙ্গলবার সমাজমাধ্যমে সুজাতা সৌমিত্রকে কার্যত লম্পট বলেছেন। সৌমিত্রর নাম না করেই তিনি লিখেছেন, ‘টেরাকোটা নগরীর দলবদলকারী চরিত্রহীন সাংসদ নিজের এলাকার অসহায় মানুষদের পাশে না থেকে দিল্লির ঘরে বিধবা মহিলাকে লোক দেখানো সিঁদুর পরিয়ে ফুর্তি মারছে আর দলের রাজ্য নেতাদের দোষারোপ করে যাচ্ছে।’ এই পোস্টের পরই হইচই পড়ে যায় রাজনৈতিক মহলে। বিশেষ করে বিজেপির অন্দরে শুরু হয় গুঞ্জন- ফোনালাপ
বাংলায় একের পর এক নির্বাচন ও উপনির্বাচনে ভরাডুবির জন্য সম্প্রতি বঙ্গ বিজেপির ট্রেনি সভাপতি, পেগাসাস অধিকারী সহ একাধিক রাজ্য নেতাকে গালমন্দ করেছেন সৌমিত্র। এবার খোদ সুজাতা সমাজমাধ্যমে সৌমিত্রর ওপর অভিযোগ করায় বিজেপির অন্দরে জল ঘোলা শুরু হয়ে গেছে।
সৌমিত্র খা একসময়ে তৃণমূলের প্রথমসারির নেতৃত্ব ছিলেন।২০১৯ লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপিতে যোগদান করেন। বিজেপির টিকিটে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সাংসদ হন।২০২১ বিধানসভা নির্বাচনের পূর্বে গেরুয়া শিবির থেকে ঘাসফুল যোগ দেন সুজাতা। হয়ে ওঠেন ২০২১ নির্বাচনে তৃণমূলের প্রচারের মুখ। একের পর এক অভিযোগে বিদ্ধ করেন স্বামীকে। এবারে স্বামীর চরিত্রের ওপর আঙ্গুল তুললেন সুজাতা।যদিও এই ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেন নি সৌমিত্র