ওয়েব ডেস্ক, ৭ এপ্রিল: অবশেষে জামিন পেলেন সুদীপ্ত সেন ও গৌতম কুন্ডু। এনফর্সমেন্ট ডিরেক্টরের মানি লন্ডারিং মামলায় সুদীপ্ত সেন ও গৌতম কুন্ডুর আবেদন মঞ্জুর করেন কলকাতার বিচারিক ভবনে সি বি আই – এর বিশেষ আদালতের বিচারক সৈয়দ মাসুদ হুসেন।
সূত্রের খবর অনুযায়ী, যেসব আইনগত ধারায় তাঁরা অভিযুক্ত সেই হিসেবে তাঁদের শাস্তির সময়সীমা পার হয়ে গেছে। এই দিকে নজর রেখেই ব্যক্তিগত ১ লক্ষ টাকার বন্ডে উভয়ের জামিন মঞ্জুর করা হয়েছে।
আইনজীবী বিপ্লব গোস্বামী বিশেষ আদালতে ৪২৮ ধারায় আবেদন জানান এবং আদালতে বলেন, তাঁর মক্কেল সুদীপ্ত সেন সর্বোচ্চ সাজার বেশি সময় ধরে জেলে আছে, তাই তাঁর মুক্তির আবেদন রাখা হচ্ছে মহামান্য আদালতের কাছে। রোজভ্যালির মালিক গৌতম কুন্ডুর জন্যও একই ধারায় আবেদন জানানো হয়।
অবশেষে ৪৩৬ ধারায় বিচারক উভয়ের আবেদন মঞ্জুর করেন।
সুদীপ্ত সেন ও গৌতম কুন্ডু বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছে। যদিওবা ইডির মামলায় জামিন মঞ্জুর হলেও সিবিআই এবং পুলিশি মামলাগুলির তদন্ত এখনো চলছে। তাই পুরোপুরি মুক্তির স্বাদ কবে মিলবে দুই কোম্পানির কর্ণধারের তা নিয়ে জল্পনা বিভিন্ন মহলে।