শিলিগুড়ি, ২৩এপ্রিল: শনিবার শিলিগুড়ির মহাত্মা গান্ধী চকে জিআরপি অফিসে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই রক্তদান শিবিরে জিআরপি এর বিভিন্ন পদের আধিকারিকদের পাশাপাশি উদোদ্ধন কর্তৃপক্ষরাও সেছ্বাই রক্তদান করে এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া এদিন জিআরপি অফিসারদের জন্য এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়জন করা হয়।