নাবালিকা ধর্ষণে ফের উত্তাল শিলিগুড়ি, ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রৌঢ়, আতঙ্কে পরিবারবর্গ
শিলিগুড়ি, ১৯ এপ্রিল: বিস্কুটের প্রলোভনে ৫ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি সংলগ্ন খোলা চাঁদ ফাপড়ি এলাকায়।
জানা গিয়েছে সোমবার রাতে মা বাবার অবর্তমানে ৫ বছরের শিশুকন্যাকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে এলাকারই জঙ্গলে নিয়ে যায় কৃষ্ণ মাহাতো নামে এক ব্যাক্তি। এরপর তাকে যৌন নির্যাতনের চেষ্টা করে। স্থানীয়রা দেখতে পেয়ে ওই ব্যাক্তিকে হাতেনাতে ধরে ফেলে উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
ওই ব্যাক্তির বাড়িতেই শিশুকন্যাকে নিয়ে ভাড়া থাকেন তার মা বাবা। দুজনই কাজে বেড়িয়ে যান। বৃদ্ধ ঠাকুমার কাছেই সারাদিন থাকে শিশুটি। এদিন এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে শিশুকন্যার মা বাবা। পুলিশ কৃষ্ণ মাহাতোকে গ্রেফতার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।