মালদা, ২৮ এপ্রিল: কোল্ডড্রিঙ্কস ভেবে বোতলে রাখা তরল কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হলো ৭ বছরের এক শিশু বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার কাঠালবাড়ি এলাকায়। সংকটজনক অবস্থায় ওই শিশুকে ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অসুস্থ শিশুর নাম শুভঙ্কর মন্ডল।তার বাড়ি মানিকচক থানার কামালপুরবাধ এলাকায় । এদিন বিয়ের অনুষ্ঠানে মোথাবাড়ি থানার কাঠালবাড়ি এলাকায় এক আত্মীয়র বাড়ি এসেছিল ওই শিশু পরিবার। বাড়ির লোকেদের অলক্ষ্যে একটি বোতলে রাখা তরল কীটনাশক কোল্ড ড্রিঙ্কস ভেবে খেয়ে ফেলে ওই শিশুটি। এরপর ওই শিশুর গোঙানির আওয়াজ শুনে পরিবারের লোকেরা তড়িঘড়ি ছুটে যায়। সংকটজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয় মেডিকেল কলেজ।