এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো তুফানগঞ্জের মারুগঞ্জ এলাকায়
মৃত নাবালিকার নাম মর্জিনা খাতুন, বয়স ১৩
কোচবিহার, ১৯ জানুয়ারি:- এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ এক ব্লকের মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ভেলাকোপা ছাতুয়া এলাকায়।
জানা যায়, ওই নাবালিকার নাম মর্জিনা খাতুন,বয়স ১৩। ঘটনাস্থল থেকে পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে আসে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তবে কি কারণে আত্মহত্যা করেছে সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।