কোচবিহার, ২৬ এপ্রিল: তুফানগঞ্জ পাওয়ার হাউজ সংলগ্ন এলাকা থেকে সাত ফুট লম্বা একটি গোখরো সাপ উদ্ধার করলেন সর্প প্রেমী বাসুদেব রায়। পাওয়ার হাউজের ভেতর সাপটি দেখামাত্রই সেখানকার কর্মীরা খবর দেন সর্প প্রেমিক বাসুদেব রায়কে। তিনি এসে সাপটি উদ্ধার করে সেটিকে নিরাপদ স্থানে ফিরিয়ে দেবেন বলে জানান।
এই প্রসঙ্গে বাসুদেব রায় জানান, পাওয়ার হাউস এলাকা থেকে ফোন করে তাঁকে ডাকা হয়। তিনি এসে দেখেন ইলেকট্রিক পোলের মাঝখানে ঢুকে রয়েছে সাপটি। খুবই সাবধানতা অবলম্বন করে সাপটিকে পোলের মাঝখান থেকে উদ্ধার করেন তিনি। তবে স্থানীয় লোকেরা তাঁকে এই উদ্ধারকার্যে সাহায্য করেছেন বলে জানিয়েছেন সর্পপ্রেমী বাসুদেব বাবু।