কোচবিহার, ২১ এপ্রিল: কোচবিহার ২ নম্বর ব্লকের চাপাগুড়ি এলাকায় ৪ বছরের শিশুকে জঙ্গলে নিয়ে গিয়ে হাত পা বেঁধে ধর্ষণের চেষ্টার অভিযোগ ১৫ বছরের নাবালকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
চার বছরের শিশুটির মা এর অভিযোগ, তার মেয়ে অঙ্গনওয়াড়ি সেন্টারে গিয়েছিল। সময় পেরিয়ে গেলেও মেয়ে বাড়ি ফিরছিল না। অঙ্গনারী সেন্টারে এগিয়ে দেখতে পায় সমস্ত শিশু বাড়ি চলে গিয়েছে। আশেপাশে মেয়ের নাম ধরে ডাকলে জঙ্গল থেকে মে আওয়াজ দেয়। জঙ্গলে গিয়ে দেখতে পায় তার মেয়েকে বেঁধে রেখে ১৫ বছরের একটি কিশোর তার মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করছিল। তিনি জঙ্গলে ঢুকলেই ওই কিশোর টি পালিয়ে যায়। আহত অবস্থায় ওই শিশুটিকে তার পরিবারের লোকজন কোচবিহার মেডিকেল কলেজে ভর্তি করে। বর্তমানে ওই শিশুটি কোচবিহার মেডিকেল কলেজে ভর্তি রয়েছে।