কোচবিহার,১০ এপ্রিল :- আজ রাম নবমী।সারাদেশের সঙ্গে কোচবিহারেও পালিত হল রামনবমী।
কোচবিহার জেলার বিভিন্ন স্থানে রাম আরাধনায় মেতে ওঠেন সকলে। এদিন সকাল বেলায় রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
রাম ভক্তরা শোভাযাত্রায় অংশ নিয়ে শহর পরিক্রমণ করেন। কোচবিহার জেনস্কিংস স্কুল থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়ে শহর পরিক্রমান করে আবার জেনকিংস স্কুলেই শেষ হয় এই শোভা যাত্রা।তারপর সকলে একত্রে রাম পুজোয় অংশ নেন।