ওয়েব নিউজ, ২০এপ্রিল:- মা বাবার পছন্দের পাত্রকে কিছুতেই বিয়ে করবে না পাত্রী। দ্বাদশ অনুত্তীর্ণ পুষ্পার সাথে কাউন্সিল অফ সায়েন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের বিজ্ঞানী রামা নাইডুর বিয়ে ঠিক হয়, আগামী মে মাসে তাদের পরিণয় সম্পন্ন হবার কথা ছিলো। পুষ্পার আপত্তি না টেকায় ছক কষে ফেলে সে। হবু বরকে স্থানীয় এক মন্দিরে আসার জন্য গোপনে বার্তা পাঠান। পাত্র রাজি হয় যথা সময়ে দুজনে একসাথে পৌছে যায় পাহাড়ের চুড়োয় পূর্বনির্ধারিত মন্দিরটিতে। মন্দিরের কাছে সুযোগ বুঝে ছুরির কোপ চালাতে থাকেন পাত্রের ঘাড়ে। একের পর এক, রক্তাক্ত অবস্থায় সেখানেই পরে যান নাইডু। সেই অবস্থায় নাইডুকে ফেলে চম্পট দেন পুষ্পা।
স্থানীয়রা নাইডুকে তুলে হাসপাতালে ভর্তি করেন। পুলিশ জানায় পুষ্পার কাছে তিনটি ছুরি পাওয়া। গেছে। মা বাবার পছন্দের পাত্রকে বিয়ে করায় তার আপত্তি এই কথা জানিয়েছিলো পুষ্পা।