আলিপুরদুয়ার, ৪ এপ্রিল: সোমবার বিকেলে কুমারগ্রাম ব্লকের এন্ডিবাড়ি এলাকা থেকে বিহারের মুঙ্গেরে তৈরি একটি আধুনিক পিস্তল এবং দুই রাউন্ড তাজা কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করল কুমারগ্রাম থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ওই যুবক এর আগেও একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল। এর আগেও অপরাধমূলক কাজের জন্য গ্রেপ্তারও হয়েছে ওই যুবক। কুমারগ্রাম থানার আইসি বাসুদেব সরকার জানান,” গোপন সূত্রের খবরের ভিত্তিতে কুমারগ্রামের এন্ডিবাড়ি এলাকা থেকে একটি অবৈধ পিস্তল এবং দুই রাউন্ড গুলি সমেত অমৃত সিং(২৭) যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তকে মঙ্গলবার আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে।” জানা গেছে ওই যুবক এলাকায় ভয় দেখিয়ে তোলাবাজি করত। এবং বাইক পাচার চক্রের সঙ্গেও যুক্ত সে।