ওয়েব নিউজ, ৪ মে: ফের খবরের শিরোনামে তৃণমূল দলকর্মী। এক মাছ ব্যবসায়ীর পাওনা টাকা না দেওয়ায় এবং উল্টে তাকে শারীরিক হেনস্তা করার অভিযোগ উঠলো তৃণমূল পঞ্চায়েত প্রধান সনাতন প্রামাণিকের বিরুদ্ধে।
দক্ষিণ ২৪ পরগনার ফলতা ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সনাতন প্রামাণিক। কিছুদিন আগে এক ম্যাচ ব্যবসায়ীর থেকে বিনা টাকায় মাছ ক্রয় করেন। বহুদিন পেরিয়ে গেলেও মাছের টাকা দেন নি ব্যবসায়ীকে। ব্যবসায়ী এরপর টাকা চাইতে এলে প্রথমে রাজী হন এবং ব্যবসায়ীকে ডেকে আনেন। এরপর মারধর করেন বলে অভিযোগ। এই ঘটনার পর স্থানীয় থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে ওই ব্যবসায়ী। এর পরই পুলিশ তদন্তে নেমে পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তার করেন।
সম্প্রতি ডায়মন্ড হারবারে একটি সম্মেলনে এসে অভিষেক বন্দোপাধ্যায় পুলিশের ভুয়সী প্রসংশা করেন। এবং পুলিশকে নির্দেশ করেন কোনো ঘটনায় তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার। এর পরই সমগ্র পুলিশ প্রশাসন নড়ে ওঠে। আর এই নির্দেশেই তৎপর দেখা যায় গোটা এলাকার পুলিশকে। সূত্রের খবর, পঞ্চায়েত প্রধানকে আদালতে তোলা হবে।