কোচবিহার, ১৩ এপ্রিল: কোচবিহার পৌরসভা এলাকার পানীয় জল সরবরাহের দায়িত্ব পি.এইচ. ই এর হাতে তুলে দিতে চাইছে কোচবিহার পৌরসভা। আজ কোচবিহার পৌরসভার বোর্ড মিটিংয়ে এমনটাই সিদ্ধান্ত গ্রহণ করেছে কোচবিহার পৌরসভার বোর্ড মেম্বাররা।
২০০২ সালে পি.এইচ. ই এর হাত থেকে কোচবিহার শহরের পানীয় জল সরবরাহের দায়িত্ব নিজের হাতে তুলে দেয় কোচবিহার পৌরসভা। দীর্ঘদিন কোচবিহার পৌরসভার পক্ষ থেকে এই পানীয় জল সরবরাহ করা হলেও দেনার চাপে কোচবিহার শহরের পানীয় জল সরবরাহের দায়িত্ব পুনরায় পি.এইচ. ই এর হাতে তুলে দিতে চাইছে কোচবিহার পৌরসভা।
দীর্ঘদিন ধরেই কোচবিহার পৌরসভার বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। কোচবিহার পৌরসভার পানীয় জলের পুরনো পাইপলাইন গুলি নষ্ট হয়ে যাওয়ার ফলে নতুন জল প্রকল্প চালু করেছিল কোচবিহার পৌরসভা। কয়েক কোটি টাকা ব্যয় করে এই জল প্রকল্প শুরু হলেও সেই জল এখনো গোটা শহরে পৌঁছানো সম্ভব হয়নি। বর্তমানে সেই জল প্রকল্পের 38 কিলোমিটার পাইপ লাইন বসানোর কাজ বাকি রয়েছে। তারমধ্যে কোচবিহার পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের গ্রাচুইটি 10 কোটি টাকা বকেয়া রয়েছে। বকেয়া রয়েছে অস্থায়ী কর্মীদের বেতন। আয় কমেছে কোচবিহার পৌরসভার। এই অবস্থায় পানীয় জল সরবরাহ করতে অক্ষম কোচবিহার পৌরসভা। তাই সেই দায়িত্ব পুনরায় পি.এইচ. ই এর হাতে তুলে দিতে চাইছে কোচবিহার পৌরসভা।