ওয়েব নিউজ,২৯ শে মার্চ : এক রোমাঞ্চকর মুহূর্তের সাক্ষী হয়ে থাকলো ২০২২ এর অস্কার মঞ্চ। অনুষ্ঠান চলাকালীন উপস্থাপক ও কমেডিয়ান ক্রিস রক কে চড় মারলেন উইল স্মিথ।
একটি পুরস্কার প্রদানের আগে উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথকে নিয়ে ক্রিস রসিকতা পূর্ণ মন্তব্য করেন, ‘ জিআই জেন ২ ‘ ছবিতে অভিনয় করবেন জাডা ; কারণ ‘ জি আই জেন ‘ মুভিতে অভিনেত্রী ডেমি মুরের মাথায় কোনো চুল ছিল না। ঘটনাচক্রে জাডার মাথাতেও চুল নেই, কারণ তিনি অ্যালোপেসিয়ার রোগী।
এই ধরনের রসিকতায় রেগে যান উইল স্মিথ এবং মঞ্চে উঠে রককে সপাটে চড় মারেন । কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেন রকের কাছে।
ইন্সটাগ্রামে স্মিথ লিখেছেন , তিনি তাঁর কৃতকর্মের জন্য রকের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইছেন। তিনি সীমা অতিক্রম করে গিয়ে বড় ভুল করে ফেলেছেন। স্মিথ আরো বলেন , হিংসা সবসময় ক্ষতিকর ও ধ্বংসাত্মক। গতকাল তাঁর আচরণ সত্যিই অমার্জনীয়।
যদিও উক্ত ঘটনার পরে ‘ কিং রিচার্ড ‘ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পান এবং মঞ্চে সকলের কাছে ক্ষমা প্রার্থনা ও করেন।