কোচবিহার, ৭ এপ্রিল : তুফানগঞ্জে আবারও গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের।
তুফানগঞ্জ ২নং ব্লক কমিটির ডাকে সংবর্ধনা সভায় তৃণমূল কর্মীদের না যাওয়ার হুমকির অডিও টেপ আগেই ভাইরাল হয়।বুধবার বিকেলে ওই সম্বর্ধনা সভায় যাবার পথে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলেরই অপর এক গোষ্ঠী বিরুদ্ধে।
অভিযোগের তীর, বারোকোদালি ২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সরোজিৎ রাভার দিকে।এই ঘটনায় মোট ৩ জন আহত হয়েছেন।এরা প্রত্যেকেই তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। বারংবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় চাঞ্চল্য তৈরি হয় রাজনীতিক মহলে।