জলপাইগুড়ি, ১৫ এপ্রিল: পয়লা বৈশাখ ও হালখাতা উপলক্ষে জলপাইগুড়ি শহরে এবার দেখা গেল অসংখ্য মানুষের ভীড়। বিভিন্ন মন্দিরগুলোতে পুজো দেওয়ার জন্য সকাল থেকেই দেখা যায় লম্বা লাইন। গত দু’বছর করোনা মহামারীর আতঙ্কের জন্য গৃহবন্দী ছিলেন সকলেই। পয়লা বৈশাখেও বন্ধ ছিল সমস্ত দোকানপাট সহ বিভিন্ন প্রতিষ্ঠান। দু-একটি মন্দিরে বাইরে থেকে দাঁড়িয়ে পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল।
তবে এবছর চিত্রটা একেবারেই বদলে গেছে। মানুষ আগের মতোই আবারও স্বাভাবিক ছন্দে ফিরছেন। মন্দিরে এসে এমনই সুস্থ স্বাভাবিক জীবনের আশীর্বাদ চাইলেন সকলে। করোনা পরিস্থিতি কাটিয়ে দু’বছর পর বেশ জমজমাট হলো জলপাইগুড়ি শহরের বিভিন্ন মন্দিরগুলো। দীর্ঘদিন পর অনেকেই মন্দিরে এসে পুজো দিলেন। পয়লা বৈশাখে এবার ফের শুরু হয় কল্পতরু পুজো ও গনেশপুজো।