শিলিগুড়ি, ৪ এপ্রিল: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি ট্রাফিক ও জলপাইগুড়ি আর টি ও এর যৌথ অভিযানে আটক চারটি ওভারলোড বোল্ডার বোঝাই ডাম্পার।
প্রতিদিন ফুলবাড়ী থেকে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রচুর বোল্ডার বোঝাই ডাম্পার ট্রাক বাংলাদেশে যাতায়াত করে। তার মধ্যে দেখা যায় প্রচুর ট্রাক পাথর ওভার লোড করে নিয়ে যায়। এধরনের ডাম্পার ট্রাকের বিরুদ্ধে অভিযানে নেমে ফুলবাড়ী থেকে ৪ টি ওভার লোড বোল্ডার বোঝাই ডাম্পার আটক করল ট্রাফিক পুলিশ ও জলপাইগুড়ির আর টি ও। ট্রাক গুলোকে নিউ জলপাইগুড়ি থানায় নিয়ে এসে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ।