মালদা, ২৮ এপ্রিল । স্বামী – স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে আক্রান্ত হলেন এক ব্যক্তি। বন্দুকের বাট দিয়ে মাথায় আঘাত করার অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার কাটাগড় এলাকায়। আহত ওই ব্যক্তি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতের নাম আনারুল শেখ (৪৫)। তার অভিযোগ , এদিন সকালে প্রতিবেশী তানু শেখ এবং তার স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। সেই ঝগড়া থামাতে স্থানীয় পঞ্চায়েত সদস্যের সাথে তিনিও যান। অভিযোগ সেই ঝগড়া থামাতে গিয়ে আক্রান্ত হন তিনি। বন্দুকের বাট দিয়ে তার মাথায় আঘাত করার অভিযোগ উঠেছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।