জলপাইগুড়ি, ৩১শে মার্চ: বন্ধ ঘরের ভেতর থেকে উদ্ধার ঠান্ডা পানীয় তৈরি সংস্থার কর্মীর দেহ।হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু নাকি ঘটনার পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনও রহস্য!! তদন্ত করে জানার চেষ্টা চালাচ্ছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম দুঃশাসন বারিক।গত কয়েকদিন ধরে দুঃশাসন বাবুর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাচ্ছিলেন না সংস্থার কর্মীরা।শহরের দিশারী মোড়ে যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির লোকজনও ঘরের ভেতর থেকে ওই ব্যক্তির কোনও সাড়া শব্দ পাচ্ছিলেন না।
প্রতিবেশীরা জানিয়েছেন, দরজা ভেতর থেকে বন্ধই ছিলো।বাড়িতে একাই থাকতেন ওই ব্যক্তি। এদিন সংস্থার কর্মীরা ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে পুলিশ কে খবর দেন।
পুলিশ এসে তালা ভেঙে ভেতরে গিয়ে দেখেন ডাইনিং টেবিলের পাশে মুখ থুবড়ে পড়ে রয়েছে দেহ।টেবিলের উপর পড়ে রয়েছে মদের বোতল, গ্লাস।দু-তিনদিন আগেই মৃত্যু হয়েছে বলে অনুমান। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু নাকি অন্য কোনও রহস্য রয়েছে তদন্ত করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।