টান টান উত্তেজনা পূর্ণ ম্যাচে অবশেষে কাতার বিশ্বকাপ ২০২২ ঘরে তোলে মেসির আর্জেন্টিনা, ট্রেজিক হিরো এমবাপে
টান টান উত্তেজনা পূর্ণ ফাইনালে জয়লাভ করলো আর্জেন্টিনা।
ওয়েব নিউস,১৮ ডিসেম্বর :-টান টান উত্তেজনা পূর্ণ ফাইনালে জয়লাভ করলো আর্জেন্টিনা।
ম্যাচের প্রথম অর্ধে ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।গোল করেন মেসি ও ডি মারিয়া।
দ্বিতীয় অর্ধে ২ গোল শোধ করেন ফ্রান্সের উদীয়মান তারকা এমবাপে। নির্ধারিত ৯০ মিনিটে ২-২ হয়। অতিরিক্ত সময়ের প্রথম অর্ধে ফের মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ফের দ্বিতীয় অর্ধে গোল শোধ করেন এমবাপে।
যার ফলে ১২০ মিনিটের খেলায় ম্যাচের ফল দাঁড়ায় ৩-৩।
এরপর পেন্টাল্টি শুট আউটে এমবাপের গোলে এগিয়ে গেলও অবশেষে ৪-২ গোলে জয়লাভ করে আর্জেন্টিনা।
টান টান উত্তেজনা পূর্ণ ম্যাচে অবশেষে কাতার বিশ্বকাপ ২০২২ ঘরে তোলে মেসির আর্জেন্টিনা। তবে ট্রেজিক হিরো হয়ে থাকলেন ফ্রান্সের উদিয়মান তারকা এমবাপে।