জলপাইগুড়ি,১২মে: পৃথক রাজ্যের দাবি সহ একাধিক ইস্যু নিয়ে সারা উত্তরবঙ্গব্যাপী দফায় দফায় পথ অবরোধ কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড এর সদস্যদের। বৃহস্পতিবার জলপাইগুড়ি ফাটাপুকুর সহ জেলার বিভিন্ন ব্লকে পথ অবরোধে সামিল হলেন কামতাপুর পিপলস পার্টির সদস্যরা বলে দাবি। তারা এদিন পথ অবরোধ করে পৃথক রাজ্যের দাবি, পেট্রোল এবং জ্বালানি, দ্রব্যমূল্য বৃদ্ধি সহ একাধিক ইস্যু তুলে ধরেন এবং বর্তমান রাজ্য সরকারের প্রতিও ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করেন। তাদের দাবী, এখানকার ভূমিপুত্রদের বঞ্চিত করা হচ্ছে তাই পৃথক রাজ্যেই একমাত্র পথ। এদিনের এই পথ অবরোধে উপস্থিত ছিলেন কেপিপি( ইউ) এর কর্মীসহ নেতৃত্বরা।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে আসেন এবং অবরোধকারীদের সাথে আলোচনা করে এবং পথ অবরোধ উঠে যায়।*
Next Post