শিলিগুড়ি, ২৮ এপ্রিল: শিলিগুড়ি রেফারীজ এন্ড আম্পায়ার্স সংস্থার উদ্যোগে আজ থেকে উত্তরবঙ্গ রেফারি উন্নয়ন পরিকল্পনা শিবির দেশবন্ধু পাড়ার দাদাভাই স্পোটিং ক্লাবের মাঠে সাতদিনের শিবিরের আনুষ্ঠানিক সুচনা করেন মেয়র গৌতম দেব।
উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় ২৬ জন প্রশিক্ষন এই শিবিরের যোগ দেন।এই সাতদিনের শিবির কলকাতার বিশিষ্ট দুই প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষিত করা হবে।শিবিরের সুচনা পর্বে শিলিগুড়ি পুর-কর্পোরেশনের মেয়র গৌতম দেব শিবিরের সাফল্য কামনা করে জানান প্রথম হলো ফিটনেস, শারীরিক ফিটনেস এক রেফারি প্রকৃত সম্পদ। এই সম্পদকে ধরে রাখতে হবে সকল শিক্ষার্থীদের।যেভাবে সম্পূর্ণ মাঠ দাপিয়ে বেড়াতে হয় সেই অর্থ ফিটনেস খুব প্রয়োজন।আজকের সুচনা পর্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ দিলীপ বর্মন, রেফারীজ এন্ড আম্পায়ার্স সংস্থার সভাপতি রানা দে সরকার ও অন্যান্য সদস্যরা ।