কালচিনি, ৭ এপ্রিল: অল্পের জন্য বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে। মঙ্গলবার রাতে ৩১সি জাতীয় সড়কের পোরো বনবস্তি এলাকায় তাঁর গাড়ির সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। যদিও, তাঁর চোট গুরুতর নয়। ওই রাতেই প্রাথমিক চিকিৎসার পর মনোরঞ্জনকে ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে ও ট্রাকের চালককে গ্রেপ্তার করেছে।
ঠিক কীভাবে হল দুর্ঘটনা? পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূলের আলিপুরদুয়ার সভাপতি প্রকাশ চিকবড়াইক দলীয় নেতৃত্বের সঙ্গে আলিপুরদুয়ারে বৈঠক ডেকেছিলেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন মনোরঞ্জনবাবুও। বৈঠক শেষে তিনি রাত ১১টা নাগাদ গাড়িতে ৩১সি জাতীয় সড়ক ধরে চিলাপাতা হয়ে সাহেবপোঁতায় নিজের বাড়িতে ফিরছিলেন। পোরো বনবস্তি এলাকায় অসমের দিক থেকে শিলিগুড়ির দিকে যাওয়া একটি ট্রাক হঠাৎ করেই রাস্তার মাঝে চলে আসে। সেই সময় ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করেন তাঁর গাড়ির চালক। কিন্তু কোনওভাবে ট্রাকটির সঙ্গে তাঁর গাড়ির ধাক্কা লাগে। অবশ্য দুর্ঘটনায় গাড়ির মধ্যে থাকা পাঁচজনের কেউই তেমন জখম হননি। তবে সহকারী সভাধিপতির গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে তাঁর সিটি স্ক্যান করানো হয়। নিমতি পুলিশ ফাঁড়ির ওসি অমিত শর্মা জানিয়েছেন, ধৃত চালককে বৃহস্পতিবার আলিপুরদুয়ার মহকুমা আদালতে তোলা হবে।