মালদা, ২৮ এপ্রিল: ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের এবার মোটা টাকার জরিমানা করার উদ্যোগ নিল জেলা পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে এবিষয়ে মালদার বিভিন্ন জায়গায় অভিযান চালায় জেলা ট্রাফিক পুলিশের কর্তারা।
এদিন দুপুরে ইংরেজবাজার ব্লকের যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের বাধাপুকুর এলাকার জাতীয় সড়কে ট্রাফিক ওসি বিটুল পালের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে নেমে চারটি যাত্রীবাহী টেকার, চারটি ম্যাজিক গাড়িকে অতিরিক্ত যাত্রী নেওয়ার জন্য ফাইন করা হয়।
গাড়ির চালককে জরিমানা পিওএস সিস্টেমে দ্বারা করা হয়। এই বিষয়ে জেলা ডিএসপি ট্রাফিক বিপুল ব্যানার্জি জানিয়েছেন, কালিয়াচক, মোথাবাড়ি, মহদীপুর থেকে অনেক ছোট টেকার, ম্যাজিক গাড়িতে ছাদের ওপরে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাফেরা করছে। তাই জেলা ট্রাফিক পুলিশের তরফ থেকে বাধাপুকুর মোরে বিশেষ অভিযান চালিয়ে এবং তাতে বেশ কিছু গাড়িকে জরিমানা করা হয়। জেলাজুড়ে এরকম অভিযান চলবে। ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।