ওয়েব নিউজ, ২৯ এপ্রিল: গুরুতর অসুস্থ সত্যজিৎ রায়ের ‘চারুলতা’। শুক্রবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। দেরি করেন নি পরিবারের সদস্যরা , তড়িঘড়ি আলিপুরের উডল্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওনাকে । সেখানে তাঁর পরীক্ষা নিরীক্ষা চলছে।
বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় ৮০’তে পা দিয়েছেন, ফলত বার্ধক্যজনিত সমস্যা কিছুটা ছিলই। তাছাড়া বেশ কিছুদিন থেকে রক্তাল্পতাজনিত সমস্যা এবং ডায়াবেটিসের সমস্যায় ভুগছিলেন তিনি।
শুক্রবার সকালে আচমকাই অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা ওনাকে আলিপুরের উডল্যান্ড হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, মাধবী দেবীর শারীরিক পরিস্থিতি চিন্তাদায়ক নয়। রক্তে পটাশিয়ামের মাত্রা কিছুটা কম। শারীরিক দুর্বলতা আছে। ইসিজি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
বাংলা ছবির অন্যতম সফল জনপ্রিয় অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক মত তাবড় তাবড় পরিচালকের সাথে কাজ করেছেন তিনি। স্ত্রীর পত্র, কড়ি দিয়ে কিনলাম, চারুলতার মত সিনেমায় অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছেন। তবে বর্তমানে বড়পর্দায় দেখা না গেলে সিরিয়ালের পার্শ্ব চরিত্রে কাজ করেছেন মাধবী মুখোপাধ্যায়।