জলপাইগুড়ি, ১৭ এপ্রিল : বিশাল সংখ্যক মহিলা ভক্তদের অংশগ্রহনের মধ্যে দিয়ে ঢাক,ঢোল, তাসা, সহযোগে হনুমান জয়ন্তীর বর্ণাঢ্য শোভাযাত্রায় মুখরিত হয়ে উঠলো জলপাইগুড়ি।
রোববার সকালে জলপাইগুড়ি কদমতলা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে তিনদিন ব্যাপী হনুমান জয়ন্তী অনুষ্ঠানের সূচনা হলো।
ঢাক,ঢোল, তাসা, নিয়ে আয়োজিত এই সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে শহরের বিভিন্ন পথের ধারে রীতিমতো মানুষ ঘর থেকে বাইরে বেরিয়ে আসে।
এই শোভাযাত্রার পরেই পবনপুত্র হনুমানের উদ্দেশ্যে ছাপ্পান্ন ভোগ দিয়ে পুজোর শুভারম্ভ হবে বলে জানিয়েছেন সংকট মোচন হনুমান মন্দির কমিটির অন্যতম সদস্য গোপাল আগরওয়াল। আয়োজনে ছিল কদমতলা গাছ ওয়ালা হনুমান মন্দির।