ওয়েব নিউজ,৯মে: গতকাল চেন্নাই সুপার কিংস মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস আর তারপরে ঘটল পয়েন্টস টেবিলে বড়সড় রদবদল।
আইপিএল ২০২২ এর পয়েন্ট টেবিলে শেষ পাঁচে যেন চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কাল অব্দি পয়েন্ট টেবিলে আট নম্বরে থাকা কলকাতা নাইট রাইডার্স কে দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে দাপুটে জয়ের সুবাদে চেন্নাই সুপার কিংস নিচে ফেলে দিয়ে আটে উঠে এলো।
অন্যদিকে অপর লিগ ম্যাচে হায়দ্রাবাদ কে হারিয়ে প্রথম চারে নিজের জায়গা সুনিশ্চিত করল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।যদিওবা দিল্লি এবং হায়দ্রাবাদ কাল ম্যাচ গুলি হেরে গেলেও পয়েন্ট টেবিলে তাদের অবস্থানের কোনো বদল ঘটে নি। আগের মতোই লিগ টেবিলের এক নম্বরে রয়েছে লখনৌ সুপার জায়ান্টাস। দ্বিতীয়তে গুজরাট টাইটানস তৃতীয়তে রাজস্থান রয়েলস আর রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর রয়েছে চার নম্বরে।
চেন্নাই লিগ টেবিলে আটে উঠে আসায় কলকাতা নাইট রাইডার্স কে 9 নম্বরে নেমে যেতে হয় দশে রয়েছে রোহিত শর্মার দল মুম্বাই ইন্ডিয়ান্স।