শিলিগুড়ি, ৩ মে : ফুলবাড়িতে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ীর ২ নং গ্রাম পঞ্চায়েতের কাঞ্চন বাড়ি এলাকায়। মৃত যুবকের নাম রাহুল রায় (২১)। গতকাল সন্ধ্যায় তার শোবার ঘর থেকে ঘুলন্ত দেহ দেখে পরিবারের লোকেরা। তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো রাহুলের বাবা মা কাজে বেরিয়ে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে ছেলেকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সঠিক কি কারনে এমন কাজ করলো কেউ বুঝে উঠতে পারছে না। ঘটনাস্থলের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে।