কোচবিহারের মাথাভাঙায় দুষ্কৃতীদের হাতে এক যুবকের ছুরিকাহত হয়ে মৃত্যুর ঘটনায় ছড়ালো তীব্র চাঞ্চল্য :
কোচবিহার, ০৫ এপ্রিল:- মাথাভাঙার ফলনাপুর সাবেক ছিটমহলে এক যুবককে ছুরি দিয়ে মেরে ফেলার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। মৃত ওই যুবকের নাম চিরঞ্জীত বর্মন (২৮)।
স্থানীয় ও পুলিস সুত্রে জানা গেছে, সাঙ্গারবাড়ি বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা ওই যুবক ফলনাপুর ছিটমহলের পুরাতন মদনমোহন মন্দির সংলগ্ন এলাকায় যায়। ওই সময়ে তার ঘাড়ে ছুরি মেরে পালিয়ে যায় দুস্কৃতিরা। আহত ওই যুবক পাশ্ববর্তী একটি বাড়িতে ছুটে যায়। সেখানে গিয়ে পড়ে যায়। বাড়ির লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন।
এব্যাপারে শীতলকুচি থানার পুলিস জানিয়েছে, এক যুবককে ছুরি মেরে পালিয়ে যায় দুস্কৃতিরা। পরে ওই যুবকের মৃত্যু হয়েছে। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।