আলিপুরদুয়ার,১৯ জানুয়ারি :-আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পূর্বে চা বাগানের ভোট ব্যাঙ্ককে পাখির চোখ করে বৃহস্পতিবার সুভাষিনি চা বাগানে আয়োজিত সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চা বাগানের শ্রমিকদের জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন ও পরিষেবা প্রদান করলেন এবং চা বাগানের প্রোফিডেণ্ট ফাণ্ড নিয়ে আন্দোলনে নামার ও কথা বলে গেলেন।
বৃহস্পতিবার কালচিনি ব্লকের সুভাষিনি চা বাগান ময়দানে আয়োজিত সরকারি কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী । এবং এই অনুষ্ঠান থেকে আলিপুরদুয়ার ,কোচবিহার,জলপাইগুড়ি এই তিন জেলার ১৩৮ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । এছাড়া এদিন উপোভক্তাদের হাতে সরকারি প্রকল্পের পরিষেবা তুলে দেন।
এদিন চা সুন্দরী প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । এদিন ১১২৭ জন চা শ্রমিকদের চা সুন্দরী প্রকল্পের ঘর দেওয়া হবে বলে তিনি জানান এছাড়া পরবর্তীতে আরো অনেক শ্রমিককে চা সুন্দরী প্রকল্পের ঘরের চাবি দেওয়া হবে বলে তিনি জানান । চা বাগান শ্রমিকদের প্রোফিডেণ্ট ফাণ্ডের জন্য আন্দোলন করার কথা এদিন মুখ্যমন্ত্রী বলেন।
এদিন মুখ্যমন্ত্রী বারংবার কেন্দ্রের প্রতি সরব হন যে কেন্দ্র রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে দিচ্ছে না ।